call us : 0781 52331

EIIN NO: 124505

Login

Notice

Notice

Online Form Fill Up for all students

Notice Date: 5/2/2021 12:00:00 AM

Test জরুরী নোটিশ

৩য় হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

এতদ্বারা নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদালয়ের ৩য় শ্রেণি হতে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের নিজস্ব Automated Database Management System -ADBMS ( স্বয়ংক্রিয় তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি) উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কার্যক্রম চলমান রয়েছে। ৩য় শ্রেণি হতে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের নিকট হতে নির্দেশনা অনুসরণ করে নোটিশ প্রকাশের পর থেকে আগামী ০৬-০৫-২০২১ তারিখ ১১:৫৯ p.m এর মধ্যে যাবতীয় তথ্য (সকল ফিল্ড ) অনলাইনে পূরন করার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হলো। সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে তথ্য পুরণ করে বিদ্যালয়ের নিজন্ব স্বয়ংক্রিয় তথ্য ব্যবস্থাপনায় নিজ নিজ অবদান রাখার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হলো।

নিচের লিংক অনুসরণ করে তথ্য পূরণ করতে হবে।

প্রথমে আমাদের বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nggchapai.edu.bd - তে প্রবেশ কর

নিজ নিজ ইউজার আইডি সংগ্রহের জন্য ONLINE PAYMENT - ক্লিক করে শ্রেণি শাখা নির্বাচন করে তোমার নাম, রোল বাবার নাম মিলিয়ে নিয়ে তোমার স্টুুডেনন্ট আইডি/ইউজার আইডি নাও

হোমপেজে ফিরে গিয়ে ONLINE FORM FILLUP - ক্লিক করে একইভাবে তোমার আইডি ব্যবহার করে সকল তথ্য পুরন করবে।

সবশেষে বিদ্যালয়ের পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি (৩০০*৩০০ kb) সংযুক্ত কর। তোমার ছবি রিসাইজ করার জন্য এই লিংক ব্যবহার করতে পার : https://www.img2go.com/compress-image

প্রথমে তোমার পাসপোর্ট সাইজ ফটোর ছবি তোল। এই লিংকে প্রবেশ করে choose file তোমার ছবি যে লোকেশেনে আছে তা নির্বাচন কর, Compress image files to: JPG সিলেক্ট কর, Change size: width 300 px, hieght 300 px লেখ, Best Quality on কর এবং সবশেষে start বাটনে ক্লিক করে তোমার ছবিটি কনভার্ট করে ডাউনলোড করে নাও। তারপর ফরম ফিলাপ করার সময় নির্ধারিত স্থানে ছবিটি আপলোড কর।

বিষয়ে অবহেলার কোন সুযোগ নেই সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তোমার সহপাঠিদের বিষয়টি দ্রুত শেয়ার কর।

তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি।

জরুরী প্রয়োজেনে যোগাযোগ করবে (অযথা কল করবে না)

জনাব লিনস হাঁসদা- ০১৭১৭৫১৪৩৪১ প্রভাতি শাখা

জনাব মোঃ ফয়সালুর রহমান -০১৭১০০৩৬০৪০ দিবা শাখা

আদেশক্রমে

.কে.এম. ফজলুর রহমান

প্রধান শিক্ষক

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ

NGGCHAPAI.EDU.BD

www.nggchapai.edu.bd

Download