call us : 0781 52331

EIIN NO: 124505

Login

Notice

Notice

সমন্বিত উপবৃত্তি কর্মসূচী (শুধুমাত্র ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য)

Notice Date: 1/17/2022 12:00:00 AM

*****************জরুরি নোটিশ****************

এতদ্বারা বিদ্যালেয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রির শিক্ষা সহায়তা ট্রাস্ট এর অধীন ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’র আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন নির্ভুলভাবে এন্ট্রি করার লক্ষ্যে 2020 শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিকট হতে প্রয়োজনীয় তথ্যাদি অগ্রিম সংগ্রহ করা হচ্ছে। অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের ওয়েবসাইটে www.nggchapai.edu.bd দেওয়া ফরম  ও নির্দেশনা পত্র ডাউনলোড করে যথাযথ নিয়ম অনুসরণপূর্বক পূরণ করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।


এ.কে.এম. ফজলুর রহমান

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ

 

Download