Notice
পে বিল সংক্রান্ত জরুরী নোটিশ
Notice Date: 5/22/2022 12:00:00 AM
পে বিল সংক্রান্ত জরুরী নোটিশ
এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের মাসিক ফি, পরীক্ষার ফি অন্যান্য বকেয়াদি পরিশোধের সময়সীমা ৩০/০৫/২০২২ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। যে সকল শিক্ষাথী এখনও বিদ্যালয়ের বকেয়াদি পরিশোধ করেনি তাদের নির্দিষ্ট তারিখের মধ্যে নিশ্চিতভাবে বেতন বিল “নগদ পে বিল” এর মাধ্যমে পরিশোধ করার জন্য নির্দেশ দেয়া হল। উল্লেখিত সময়ের মধ্যে বেতন দিতে ব্যর্থ হলে ১ম সাময়িক পরীক্ষা-২০২২ এ অংশগ্রহণের প্রবেশপত্র দেয়া হবে না এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর এডমিশন স্ট্যাটাস বাতিল বলে বিবেচিত হবে।
শিক্ষার্থীর বিল সম্পর্কিত যে কোন তথ্যের জন্য আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট www.nggchapai.edu.bd – এ প্রবেশ করে Online Payment মেনুতে পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।
আদেশক্রমে
এ.কে.এম. ফজলুর রহমান
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)