call us : 0781 52331

EIIN NO: 124505

Login

Notice

Notice

Online Form Fill Up

Notice Date: 5/26/2021 12:00:00 AM

***অতীব জরুরী*** (সকল শিক্ষক ও শিক্ষার্থীর জন্য)

অত্র বিদ্যালয়ের ”স্বয়ংক্রিয় তথ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের” অংশ হিসেবে শিক্ষার্থীদের ”অনলাইন ফরম ফিলাপ” কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু অত্যন্ত দূঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, চতুর্থবারের মত সময় বর্ধিত করা সত্ত্বেও এখনও ২৫% শিক্ষার্থী ”অনলাইন ফরম ফিলাপ” সম্পন্ন করতে পার নি। যে সকল শিক্ষার্থী এখনও ”অনলাইন ফরম ফিলাপ” সম্পন্ন করতে পার নি তাদের জন্য পঞ্চম ও শেষবারের মত আগামী ৩০/০৫/২০২১ ইং তারিখ রাত্রি ১১:৫৯ পর্যন্ত সময় বর্ধিত করা হলো। যে সকল শিক্ষার্থী এখনও “অনলাইন ফরম ফিলাপ” করতে পার নি অতি দ্রুত তাদেরকে কাজটি সম্পন্ন করার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হলো।

সকল শ্রেণি শিক্ষকগণকে তাদের নিজ নিজ ই-মেইলে বাদপড়া শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য দেথে স্ব-স্ব শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

আদেশক্রমে

এ.কে.এম. ফজলুর রহমান

প্রধান শিক্ষক

নবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ

Download