Notice
শিক্ষার্থীদের বকেয়া পাওনাদি নগদ বিল পে এর মাধ্যমে পরিশোধ সংক্রান্ত
Notice Date: 8/12/2021 12:00:00 AM
***অতীব জরুরী*** (সকল শিক্ষক ও শিক্ষার্থীর
জন্য)
অত্র
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যালয়ের
শিক্ষার্থীদের বকেয়া বেতনাদি আদায়ের জন্য ”নগদ বিল পে” চালু করা হয়েছে। শিক্ষার্থীদের
সরবরাহকৃত মোবাইল নম্বরে বকেয়া পরিশোধের জন্য ‘এস.এম.এস’ পাঠানো হয়েছে।
12/8/2021
তারিখ হতে 20/08/2021 তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে নিজ নিজ বকেয়াদি পরিশোধ করার
জন্য নির্দেশ দেয়া হল। নিম্নোক্ত ধাপ অনুসরণ করে বিল পে যাবে-
·
নগদ App Open করুন
১ম ধাপ- বিল পে Option এ ক্লিক করুন।
২য় ধাপ- প্রতিষ্ঠানের বিলার
নম্বর-1161 লিখুন এবং নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিলেক্ট করুন।
৩য় ধাপ- শিক্ষার্থীর আইডি
ইনপুট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এখন বকেয়া ফিস কত হয়েছে বা কত টাকা পরিশোধ
করতে হবে সেই পরিমাণ টাকা দেখা যাবে এরপর আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার নগদ
এর Pin নম্বর টি দিন এবং Payment সম্পন্ন করুন।
আরও উল্লেখ করা যাচ্ছে যে,
যে সকল শিক্ষার্থীদের এখনও অনলাইনে তথ্য পূরণ করা হয়নি, তাদের অতি সত্বর অনলাইনে নিজ
নিজ তথ্য পূরণ করার জন্য কঠোরভাবে নির্দেশ দেয়া হলো।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন-
লিনস
হাঁসদা, সিনিয়র শিক্ষক- প্রভাতী শাখা, মোবাইল- 017171514341
আদেশক্রমে
এ.কে.এম. ফজলুর রহমান
প্রধান শিক্ষক
নবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়,
চাঁপাইনবাবগঞ্জ