call us : 0781 52331

EIIN NO: 124505

Login

Notice

Notice

সেশন চার্জ পরিশোধ ও অনলাইন ফরম ফিলাপ

Notice Date: 1/17/2022 12:00:00 AM

************** জরুরি নোটিশ**************

এতদ্বারা বিদ্যালেয়ের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষাথীর এখনও ২০২২ শিক্ষাবর্ষে সেশন চার্জসহ বেতনাদি পরিশোধ করা হয় নি তাদের ২৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে সকল বকেয়াদি পরিশোধের জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হইল।

নগদ এ্যাপস্ ব্যবহার করে যেভাবে বিল পেমেন্ট করতে হবে। প্রথমে শিক্ষার্থীকে www.nggchapai.edu.bd online form fill up  এ গিয়ে শ্রেণি নির্বাচন করে নিজের আইডি নম্বর ব্যবহার করে তথ্য আপডেট/সংশোধন (যদি থাকে) করে Final Submit করতে হবে। নিশ্চিত হলে শিক্ষার্থীর সরবরাহকৃত মোবাইল নম্বরে একটি কনফারমেশন মেসেজ যাবে। তারপর নগদ বিল পে তে গিয়ে ১১৬১ বিলার আইডি (Nawabganj Govt. Girls’ High School) ও শিক্ষার্থীর আইডি নম্বর ইনপুট করলে কত বেতন দিতে হবে তা দেখা যাবে। উল্লেখিত পরিমাণ টাকা পেমেন্ট করে সাবমিট করলে শিক্ষার্থীর সরবরাহকৃত মোবাইল নম্বরে একটি সাকসেসফুল মেসেজ যাবে। মেসেজটি অথবা নগদের রিসিটটি নিজের জন্য সংরক্ষণ রাখা ভালো।


এ.কে.এম. ফজলুর রহমান

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ

Download